বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৩

নাটোরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

নাটোর, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : জেলার গুরুদাসপুর উপজেলায় আজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠন তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলার খুবজিপুরে আয়োজিত এ  সমাবেশে জেলা তথ্য কর্মকর্তা  মো. আব্দুল আওয়াল- এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আকতার।
আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল করিম, পিপলা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খাতুন, বীর মুক্তিযোদ্ধা আফসার ফকির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স¥ার্ট গভর্মেন্ট-এ চারটি ভিত্তির উপরে স্মার্ট বাংলাদেশ গঠন করা হবে। এ লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত অংশগ্রহন প্রয়োজন। সরকারের প্রদত্ত সেবা ও উন্নয়নের সুফল গ্রহন করে কাংখিত লক্ষ্যের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ লক্ষ্যে নারীদের সমান অংশগ্রহন সহায়ক ভূমিকা পালন করবে।