শিরোনাম
নওগাঁ, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): নওগাঁ জেলা প্রেসক্লাবের ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা ও ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ২০২৩ বছরের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শফিক ছোটন এবং আয় ব্যয়ের হিসাব নিকাশ উপস্থাপন করেন অর্থ সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী।
বিকেল ৪টা থেকে ভোটারদের ভোট প্রদান শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট গননা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন। নির্বাচন পরিচালনা কমিশনের অন্য দু'জন সদস্য ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং সাধারণ সম্পাদক শফিক ছোটন।
নির্বাচনে সভাপতি পদে মাই টিভি প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক (২১ ভোট), সহ-সভাপতি পদের
মীর মোশারফ হোসেন জুয়েল (২৩ ভোট) ও সুলতানুল আলম মিলন (২০ ভোট), সাধারণ সম্পাদক পদে মোঃ বেলায়েত হোসেন (২৩ ভোট), যুগ্ম সম্পাদক পদে বাবুল আখতার রানা (২৩ ভোট) ও এ কে সাজু(২০ ভোট), অর্থ সম্পাদক পদে হারুন অর রশিদ চৌধুরী রানা (২০ ভোট), দপ্তর সম্পাদক পদে আবু রায়হান রাসেল (২৫ ভোট), প্রচার সম্পাদক পদে মোঃ সুমন আলী (২৩ ভোট)এবং কার্যকরী সদস্য পদে মোঃ কায়েস উদ্দিন (৩৫ ভোট), রাসেল রানা (৩২ভোট), মোঃ নবির উদ্দিন (২৮ ভোট), ওমর ফারুক (২৬ ভোট), ওবায়দুল হক (২৩ ভোট) এবং আসাদুর রহমান জয় (২০ ভোট)