বাসস
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩২

পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন নির্মাণ

পিরোজপুর, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): ৫৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে  পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন এর নির্মাণ কাজ শেষ হয়েছে। ১২ তলা ভীত বিশিষ্ট ৮ তলা এ ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ায় এ জেলার হাজার হাজার বিচার প্রার্থী নারী-পুরুষ, শিশু এবং আইনজীবী, আইনজীবী সহকারীসহ সংশ্লিষ্ট সকলের ভোগান্তির শেষ হতে চলেছে।
২০২০-২০২১ অর্থ বছরে পিরোজপুরের জেলা জজ আদালত এবং জেলা প্রশাসক এর কার্যালয় সংলগ্ন পূর্ব পাশে এ ভবনটির নির্মাণ কাজ শুরু করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০২৩-২০২৪ অর্থ বছরের চলতি মাসেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে। এ জেলার সকল সরকারি বেসরকারি ভবনের চেয়ে সু-উচ্চ এবং সবচেয়ে বেশী আয়তনের দৃষ্টিনন্দন এ ভবনটি একটি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি পাচ্ছে। ১ লাখ ৫২ হাজার ৩৪৯ বর্গফুটের এ ভবনে বিচারকার্য পরিচালনার জন্য ২১টি এজলাস নির্মাণ করা হয়েছে। একই সাথে বিচারকদের ব্যক্তিগত কক্ষ রয়েছে ২১টি। এছাড়া ১টি মালখানা, ২টি সু-সজ্জিত সম্মেলন কক্ষ, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ২টি হাজত খানা, অর্ধ শতাধিক গাড়ী পার্কিং এর সু-ব্যবস্থা, বিচারপ্রার্থীদের জন্য ওয়েটিং রুম, আইনগত সহায়তা প্রদানের জন্য আলাদা কক্ষ, পাবলিক প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটরদের জন্য আলাদা আলাদা কক্ষ, ব্রেষ্ট ফিডিং কক্ষ, প্রতিবন্ধীদের জন্য র‌্যাম্প, ৩টি লিফট, স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থাসহ আধুনিক সুযোগ সুবিধার সকল ব্যবস্থা এ ভবনটিতে রয়েছে। পিরোজপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ সৈকত বলেছেন এ ভবনটির নির্মাণ কাজ মানসম্পন্ন হয়েছে। পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল আউয়াল আইনজীবীদের দীর্ঘদিনের দুর্ভোগশেষ হওয়ায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক গণপূর্ত মন্ত্রী ও বর্তমানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম এবং আইনমন্ত্রী মোঃ আনিসুল হককে কৃতজ্ঞতা জানিয়েছেন। জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র পাইক বলেছেন আমাদের পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ সম্পন্ন হয়েছে। এছাড়া জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ফৌজদারী মামলায় বিচার নিতে আসা কয়েকজন বলেছেন, এতদিন আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁিড়য়ে থাকতে হত, এ কষ্ট থেকে আমরা মুক্তি পেলাম।