বাসস
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৩

ঢাবিতে ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষা আগামীকাল

ঢাকা, ২৯ ফেব্রুয়ারি, ২০-২৪ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল।
শুক্রবার ১ মার্চ সকাল ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ১৩১ জন প্রার্থী আবেদন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সকাল ১১.১৫টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।