শিরোনাম
লালমনিরহাট, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যান ও
অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন । তাদের রংপুর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদার বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীরচর এলাকার মনোয়ার মাস্টারের ছেলে। তিনি কাকিনা উত্তরবাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহনের জন্য অটোরিকশায় করে লালমনিরহাটের দিকে যাবার সময় লালমনিরহাট ছেড়ে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সোহেল রানা। গুরুতর আহত অবস্থায় অটোরিক্সার তিন যাত্রীকে রংপুর মেডিকেল হাসপাতালে এবং সামান্য আহত অপর দুই যাত্রীকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।