বাসস
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০

২৯,৫৬১ জন চিকিৎসক সরকারী হাসপাতালগুলোতে কাজ করছেন : সামন্ত লাল সেন

ফাইল ছবি

সংসদ ভবন, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশে এখন ২৯,৫৬১ জন ¯œাতক চিকিৎসক সরকারি হাসপাতালগুলোতে কাজ করছেন।
আজ জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি হাসপাতালে কর্মরত স্নাতক নার্সের সংখ্যা ৬ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে ৩ হাজার ৯০৪ জন বিএসসি ইন নার্সিং (বেসিক), ১ হাজার ৫৯৭ জন বিএসসি জনস্বাস্থ্য নার্সিং (পোস্ট বেসিক) এবং ১ হাজার ১৪৯ জন বিএসসি ইন নার্সিং (বেসিক)। এদিকে সরকারি হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট রয়েছেন মাত্র ৫ জন।
বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হকের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের সহযোগিতায় সরকার দেশের সব অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেবে। এ জন্য তিনি সকল সংসদ সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন।