বাসস
  ০১ মার্চ ২০২৪, ১০:৫৫

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ১৫

রাঙ্গামাটি, ১ মার্চ ২০২৪ (বাসস): জেলার কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা যায়। নিহত ও আহত নির্মাণ শ্রমিকদের পাওয়া যায়নি।
কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর বাসসকে জানান, বৃহস্পতিবার নির্মাণ শ্রমিকরা কাপ্তাই উপজেলায় নির্মাণ  কাজ শেষ করে রাঙ্গামাটিতে ফেরার সময় ঢালাই মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০)  ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রিজে উঠার সময় ডালাইর মেশিনসহ মিনিট্রাক পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং  ১৫ জন আহত হয়।
দূর্ঘটনার খরব পেয়ে স্থানীয় এলাকাবাসী, ঘাগড়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনী, কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
নিহত ও আহত নির্মাণ শ্রমিকদের তাৎক্ষণবক পরিচয় পাওয়া যায়নি।