বাসস
  ০১ মার্চ ২০২৪, ১৩:০৬

বগুড়ায় জাতীয় বীমা দিবস পালিত

বগুড়া, ১ মার্চ, ২০২৪ (বাসস) : ‘করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় পালিত হলো জাতীয় বীমা দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বীমা কোম্পানীর সদস্যদের অংশগ্রহনে র‌্যালীটি বগুড়া শহর প্রদক্ষিন করে। এর আগে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর আসনের) সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয়  সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ। প্রধান অতিথি সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ) স্নিগ্ধ আখতার  ও মেঘনা ইন্সুরেন্সে কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. শাহীন কাদির। পরে শ্রেষ্ঠ বীমা কোম্পানীর মধ্যে পুরস্কার বিতরন করা হয়।