শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১ মার্চ, ২০২৪ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে দিনাজপুর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
আজ শুক্রবার বেলা ১১ টায় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিশুরা। দিনাজপুর জেলা শাখার সভাপতি শাহজাহান নভেল ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুজ্জামান জুয়েল তাদের নেতৃত্ব দেন।
এসময় বেদীর পাশে কিছু সময় নীরবে দাড়িয়ে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করে তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তারা। প্রর্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ত্াঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ূর জন্য।
টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকরামুজ্জামান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও আওয়ামী লীগ নেতা রঞ্জিত সাহা এ সময় উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়ি ও স্মৃতিবিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে শিশুরা।