বাসস
  ০১ মার্চ ২০২৪, ১৮:৫৮
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৯:১৯

জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত হিসাব মহানিয়ন্ত্রকের শ্রদ্ধা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১ মার্চ ২০২৪ (বাসস) : জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদ। 
আজ শুক্রবার দুপুরে হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।
পরে তিনি সমাধি সৌধের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে মহান নেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাৎ বারণকারী শহীদবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনিযুক্ত হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 
পরে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শণ করেন।