বাসস
  ০২ মার্চ ২০২৪, ২০:১৭

লালমনিরহাটে জাতীয় ভোটার দিবস পালিত

লালমনিরহাট, ২ মার্চ ২০২৪ (বাসস) : "সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" শীর্ষক প্রতিপাদ্যে জেলায় আজ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালী  শহর প্রদক্ষিন করে।
পরে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবির সরকারের সভাপতিত্বে  আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মমিন।
আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম।
র‌্যালী ও আলোচনাসভায় সরকারি কর্মকর্তা- কর্মচারি এবং নবীন ও প্রবীন ভোটাররা অংশগ্রহন করেন।