শিরোনাম
ঈশ্বরদী (পাবনা), ৩ মার্চ, ২০২৪ (বাসস): ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জিহাদ হোসনে (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সন্ধা সাড়ে ৭ টায় উপজলোর সাহাপুর ইউনিয়নের বাবুলচারা সন্টোর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশু জিহাদ ওই এলাকার জিয়া শেখের ছেলে এবং বাঁশেরবাদা যায়েদ বিন সাবিত হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানান, নিহত জিহাদ রাতে সাইকেল নিয়ে বাড়ির সামনে চালানো অবস্থায় কাঠের খড়ি বহনকারী একটি পাওয়ার ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে শিশু জিহাদ ছিটকে পড়লে ট্রলির চাকায় মাথা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানাযায়, শিশু জিহাদ ৭ পারা কোরআনের হিফজ সম্পন্ন করেছে। গতরাত ১১টায় তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জিহাদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।