বাসস
  ০৩ মার্চ ২০২৪, ১৪:০১

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা কাব ক্যাম্পুরী সমাপ্ত

জয়পুরহাট, ৩ মার্চ, ২০২৪ (বাসস): জেলার পাঁচবিবিতে অনুষ্ঠিত কাব স্কাউটদের মিলন মেলা ৯ম উপজেলা কাব ক্যাম্পুরী শনিবার রাত সাড়ে ৮ টায় মহাতাঁবু জলসা আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। এবারের থীম ছিল " শিশু বিকাশে কাবিং"।
সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলতে কাজ করে যাচ্ছে স্কাউট আন্দোলন। পাঁচবিবি বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত পাচঁ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর মহাতাঁবু জলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা। বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, পাচঁবিবি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইমদাদুল হক, পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষীকা মেহের নিগার শিউলি, পাঁচবিবি উপজেলা স্কাউট কমিশনার ও পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান মিঠু, উপজেলা সম্পাদক জয়নুল আবেদীন প্রমূখ । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্কাউট সম্পাদক আব্দুল গনি, জেলা স্কাউট লিডার হাসানুজ্জামান, কাব লিডার হাবিবুর রহমানসহ  অন্যান্য স্কাউট ব্যক্তিবর্গ। পাঁচবিবি উপজেলা স্কাউট আয়োজিত ৯ম উপজেলা কাব ক্যাম্পুরীতে ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২শ কাব স্কাউট, কর্মকর্তা অংশ গ্রহণ করেন ।