শিরোনাম
পাবনা, ৩ মার্চ ২০২৪ (বাসস) : পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় একজনা নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার দুপুরে সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তিনি বীর মুক্তিযোদ্ধা আকসেদ মন্ডল (৮৫) সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামের মৃত নশের আলীর ছেলে।
আহতরা হলেন- একইগ্রামের জহুরুল ইসলাম (৩৫), শাহিদা খাতুন (৩৭), নুর ইসলাম মন্ডল (৬০) ও রতন মোল্লা (৩০) কে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাঘাবাড়ী-চাটমোহর আঞ্চলিক সড়কের সাঁথিয়া বড় পাথাইল হাট নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে বসে থাকা বীর মুক্তিযোদ্ধা আকসেদ মন্ডল ঘটনাস্থলেই নিহত এবং চারজন আহত হন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারর কাছে হমÍাস্তর করা হয়েছে। জানাযা দাফন শেষে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে। চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।