বাসস
  ০৩ মার্চ ২০২৪, ১৯:৫১

হবিগঞ্জ পৌরসভার ডাম্পিং স্টেশনের সড়ক উদ্বোধন

হবিগঞ্জ, ৩ মার্চ ২০২৪ (বাসস): জেলা সদরে আজ হবিগঞ্জ পৌরসভার পাম্পিং স্টেশনের নবনির্মিত সড়ক উদ্বোধন করা হয়েছে। 
আজ রোববার শহরতলীর উত্তরকূল ডাম্পিং স্টেশনের পাশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির। 
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবালের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান, জেলায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম ও জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ। 
সড়ক উদ্বোধন শেষে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির একটি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন।