শিরোনাম
রাঙ্গামাটি, ৪ মার্চ, ২০২৪ (বাসস) : ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ থেকে ৩দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
বঙ্গাবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ মান্না জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ ও ৯ই মার্চ জেলা আওয়ামীলীগের কনফারেন্স হলরুমে শিশু-কিশোরদের নিয়ে ৪টি বিভাগে ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১৭ই মার্চ সংগঠনটির উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিল এবং একই দিন বিকেল ৩টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি দীপংকর তালুকদার এমপিসহ আওয়ামীলীগ অংগ ও সহযোগী সংগঠনের সকলস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত ৩দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে সংগঠনের পক্ষ থেকে সকলকে আহবান জানানো হয়েছে।