বাসস
  ০৪ মার্চ ২০২৪, ১৮:৫৪

নড়াইলে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’ শুরু

নড়াইল, ৪ মার্চ ২০২৪ (বাসস): জেলার সদর উপজেলায় আজ থেকে তিনদিন ব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’ শুরু হয়েছে।
আজ সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। 
প্রধান অতিথি হিসাবে এ মেলা উদ্বোধন করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকোনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌরভ দেবনাথ প্রমুখ। 
‘ক্লাইমেট স্মার্ট’ এ কৃষি প্রযুক্তি মেলায় কৃষি কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি বিষয়ক ১০ টি স্টল রয়েছে। এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং তিনদিন ব্যাপী এ মেলা আগামি বুধবার শেষ হবে।