বাসস
  ০৫ মার্চ ২০২৪, ১৬:৪৩

সিলেটে মাদকের সবচেয়ে বড় চালান আটক করেছে র‌্যাব

সিলেট, ৫ মার্চ, ২০২৪ (বাসস) : সিলেটে এযাবত কালের সবচেয়ে বড় মাদকের চালান আটক করল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।
র‌্যাব-৯ এর একটি বিশেষ দল সোমবার (৪ মার্চ) বিকাল ৫টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের একটি বাড়ি থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এসময় হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিন (৫১) নামে দুই মাদক কারবারিকে আটক করে র‌্যাব। তাদের বাড়ি মাইজকান্দি গ্রামে।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে- বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল। 
এটাই সিলেটে জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান বলে তিনি দাবি করে বলেন, এর আগে ২০২২ সালে ৩৩ হাজার পিস ইয়াবার একটি বড় চালান সিলেটে জব্দ করেছিলো র‌্যাব-৯।