শিরোনাম
কুমিল্লা, ৫ মার্চ, ২০২৪ (বাসস): আগামী ৭ মার্চ বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৫টি পদে দু’টি প্যানেলে ৩০ জন প্রার্থী রয়েছেন।
সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত আইনজীবী সমিতির ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ দুপুর ১টা ১৫ মিনিট হতে ১টা ৪৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে। জেলা আইনজীবী সমিতির সদস্য ১ হাজার ৩৫৯ জন ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচনে অংশগ্রহণকারী দু’টি প্যানেলের ৩০জন প্রার্থীর মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের প্রার্থী সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূইয়া।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেলের প্রার্থীর মধ্যে সভাপতি কামরুল হায়াত খান ও সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন- এডভোকেট মো. আবু তাহের (আহবায়ক), সদস্য- এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী ও এডভোকেট সৈয়দ শাহিদুল আহসান টিপু।