বাসস
  ০৬ মার্চ ২০২৪, ১৯:১৭

নাটোরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

নাটোর, ৬ মার্চ ২০২৪ (বাসস) : জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল তিনটায় বড়াইগ্রাম উপজেলার মেরীগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নারী সমাবেশের আয়োজন করা হয়।
জেলা তথ্য কর্মকর্তা মো. আ. আওয়ালের সভাপতিতে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আফসার ফকির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
বিভিন্ন শ্রেনী- পেশার শতাধিক নারী এ সমাবেশে অংশগ্রহন করেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং এসডিজি, রূপকল্প- ২০৪১ অনুসারে উন্নত রাষ্ট্র গঠনে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে জেলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।