বাসস
  ০৭ মার্চ ২০২৪, ১০:৩৩

বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত

বগুড়া, ৭ মার্চ, ২০২৪ (বাসস) : জেলায় বিনম্র  শ্রদ্ধায় ঐতিহাসিক  ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক চত্বরে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  পুষ্প স্তবক অর্পণের মাধ্যেমে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য , জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬(সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ।
সভায় বক্তব্য রাখেন  বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ড: মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার রুহুল আমিন।
এর আগে ৬ মার্চ  সকালে ৭ মার্চ উপলক্ষে স্কুল ও করেজের শিক্ষার্থীদের  অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ভাষণ প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাংকন সংগীত , নৃত্য , উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।