শিরোনাম
নাটোর, ৭ মার্চ, ২০২৪ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আজ বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে সকাল দশটায় জেলা প্রশাসন আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা। ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কৃতজ্ঞ জাতি শ্রদ্ধায়-ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে আটটায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। শিল্পকলা একাডেমি আবৃত্তি প্রতিযোগিতা এবং সরকারি গণগ্রন্থাগার আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।