বাসস
  ০৭ মার্চ ২০২৪, ১৪:২৮

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙ্গামাটিতে আওয়ামীলীগের আলোচনা সভা

রাঙ্গামাটি, ৭ মার্চ ২০২৪(বাসস) : ঐতিহাসিক  ৭ মার্চ উদযাপন  উপলক্ষে রাঙ্গামাটিতে  জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত   হয়।
সভায় সভাপতিত্ব করেন  বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি  দীপংকর তালুকদার এমপি।


এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি চিংকিউ রোয়াজা, বৃষ কেতু চাকমা, অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, কৃষকলীগ সভাপতি মো: জাহিদ আকতার, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি মো: আব্দুল জব্বার সুজন প্রমুখ।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।