শিরোনাম
ভোলা, ৮ মার্চ, ২০২৪ (বাসস): ’নারীর সম অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই ফিরে আসে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, এনজিও প্রতিনিধি সোহেল মাহমুদ, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জিনাত রেহানা ও নারী নেত্রী অধ্যক্ষ সাফিয়া খাতুন এসময় উপস্থিত ছিলেন।