বাসস
  ০৮ মার্চ ২০২৪, ১৪:৩২

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৮ মার্চ, ২০২৪ (বাসস): গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমির গোপালগঞ্জ জেলা কার্যালয়ে ক, খ ,গ ও ঘ চারটি বিভাগের চিত্রাংকন, আবৃত্তি, ভাষণ এই ৩টি বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  
ওই চারটি বিভাগের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ নাজমুন্নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।