শিরোনাম
চাঁদপুর, ৮ মার্চ ২০২৪ (বাসস): জেলায় আজ নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আকতার।
বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান প্রমুখ।