বাসস
  ০৮ মার্চ ২০২৪, ২০:৫৯

পিতা-মাতার সম্পত্তিতে নারীর অধিকার জন্মগত : গণতন্ত্রী পার্টি

ঢাকা, ৮ মার্চ, ২০২৪ (বাসস): আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে গণতন্ত্রী পার্টির সহযোগী সংগঠন জাতীয় নারী ঐক্য আয়োজিত আজ এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, পিতা-মাতার সম্পত্তিতে নারীর জন্মগত অধিকার রয়েছে। এই অধিকার প্রতিষ্ঠায় নারী-পুরুষ নির্বিশেষে সকলকে আন্তরিক হতে হবে।
জাতীয় নারী ঐক্যের সভাপতি সংসদ সদস্য কানন আরা বেগমের সভাপতিত্বে ‘নারীর জন্মগত অধিকার’ শীর্ষক এই আলোচনা সভা পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক ছিলেন পার্টির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ।
অনুষ্ঠানে নারীর জন্মগত অধিকার শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেরুন নেসা। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় নারী ঐক্যের সাধারণ সম্পাদক এড. আক্তার জাহান স্বপ্না। 
বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য হাসিনা বেগম, কেন্দ্রীয় সভাপতিম-লীর সদস্য ও ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম.এ গনি, আনিসুর রহমান কচি, কে.জি মহিউদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির, মিনহাজ উদ্দিন সেলিম, কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য ইদ্রিস আলী মোল্লা, মো. নজরুল ইসলাম, ইব্রাহিম জুয়েল, আজিজুর রহমান মহাজন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতিম-লীর সাবেক সদস্য, ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি’র কন্যা পারুল আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ডা শাহাদাত হোসেন বলেন, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বার্থেই নারীর ক্ষমতায়ন করতে হবে। নারীর জন্মগত অধিকার আছে পূর্ণ মানুষের মর্যাদা লাভের।
প্রধান আলোচক প্রকৌশলী কামরুল আহসান খান বলেন, ২০২৪ সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় “নারীর সম-অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" যথাযথ। গণতন্ত্রী পার্টি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং কার্যে পরিণত করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর জন্মগত অধিকার ও মর্যাদা দিতে গণতন্ত্রী পার্টি রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দলের কমিটি গঠনে ৩৩ শতাংশ নারীর অন্তর্ভূক্তি নিশ্চিত করতে গণতন্ত্রী পার্টি কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে কানন আরা বেগম এমপি বলেন, জাতিসংঘ ঘোষিত নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পিতা-মাতার সম্পত্তিতে নারীর সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে, এটা নারীর জন্মগত অধিকার।