বাসস
  ০৯ মার্চ ২০২৪, ১১:২৭

মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নুর ইন্তেকাল

মেহেরপুর, ৯ মার্চ, ২০২৪ (বাসস): মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বোরহান উদ্দিন চুন্নু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না ........ রাজিউন)।
গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মৃত্যুবরণ করেন।  হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম বোরহান উদ্দিন চুন্নু আমঝুপি ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান । তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার  মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড মহা. আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যম কর্মীরা শোক প্রকাশ করেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ শনিবার বাদ আসর আমঝুপি দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে মরহুমের পরিবার থেকে জানানো হয়েছে।