বাসস
  ০৯ মার্চ ২০২৪, ১৮:১১

শরীয়তপুরে ইউপি নির্বাচনে কেন্দ্রের নিরাপত্তায় ৩২৩ জন আনসার সদস্য মোতায়েন

শরীয়তপুর, ৯ মার্চ, ২০২৪(বাসস): শরীয়তপুরে ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২৩ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন এবং জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উপ-নির্বাচনে আজ শনিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই দুটি ইউনিয়নের মোট ১৯টি ভোট কেন্দ্র এবং নির্বাচনী এলাকার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন ভোট কেন্দ্রে মোট ৩২৩ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার ( ৯ মার্চ) দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম এ তথ্য বাসসকে নিশ্চিত করেছেন। 
তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১ জন সশস্ত্র পিসি, ১ জন সশস্ত্র এপিসি, ৮জন পুরুষ আনসার এবং ৭জন মহিলা আনসারসহ মোট ১৭ জন দায়িত্ব পালন করছেন। 
এছাড়াও ভোট কেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখার স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট’র ম্যাজিস্ট্রেসী কার্যক্রমে এনফোর্সমেন্ট সহায়তা প্রদানের জন্য ৮ জন করে আনসার ব্যাটালিয়ন ফোর্স’র সমন্বয়ে মোট ২টি স্ট্রাইকিং/মোবাইল টিম ২টি উপজেলায় মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় অন্যান্য নির্বাচনে সরকারি নির্দেশনা মোতাবেক বিপুল সংখ্যক প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য এবং আনসার ব্যাটালিয়ন ফোর্স মোতায়েন করা হয়। 
তিনি বলেন, বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক স্যারের সার্বিক দিক-নির্দেশনায় আমরা নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছি। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার ২টি ইউনিয়ন পরিষদ’র উপ-নির্বাচনে মোট ৩২৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে এবং আনসার ব্যাটালিয়নের ২টি স্ট্রাইকিং ফোর্স নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দায়িত্ব পালন করছে। 
ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষা ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্য ও ব্যাটালিয়ন ফোর্সগণ কাজ করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যে কোন জরুরী পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।