বাসস
  ১০ মার্চ ২০২৪, ১২:৪২

নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নড়াইল, ১০ মার্চ,২০২৪(বাসস):"দুর্যোগ প্রস্তুতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো" এ স্লেøাগানকে সামনে রেখে
নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জেলা দুর্যোগ ও ত্রাণ শাখার আয়োজনে
নড়াইল কালেক্টর স্কুলে এ উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি মহড়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ্বতী শীল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: মেহেরুনেছা, নড়াইল কালেক্টর স্কুলের প্রধান শিক্ষত উজির আলী প্রমূখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।