শিরোনাম
নাটোর, ১০ মার্চ, ২০২৪ (বাসস) : নাটোর পৌরসভার সাবেক চেয়ারম্যান এডভোকেট খন্দকার জুবায়ের হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না....রজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতরাত একটায় ইন্তেকাল করেন। তিনি বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন।
খন্দকার জুবায়ের (৬৭) ১৯৯৩ সালের ২১ মার্চ থেকে ১৯৯৯ সালের ২৩ মার্চ পর্যন্ত সাথে নাটোর পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরআগে তিনি নাটোর পৌরসভার নির্বাচিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। তিনি নাটোর রেড ক্রিসেন্ট সোসাইটি’র সাবেক সেক্রেটারি, ইউসিসিএ’র চেয়ারম্যান এবং নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে আজ বেলা সাড়ে এগারোটায় নাটোর জজকোর্টে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে হয়েছে। এরপর আদালতের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
বেলা এগারোটায় জজকোর্ট মসজিদ চত্বরে খন্দকার জুবায়ের হোসেনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আসর শহরের টার্মিনাল জামে মসজিদ চত্বরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে গাড়িখানা গোরস্থানে দাফন করা হবে।