বাসস
  ১০ মার্চ ২০২৪, ১৩:৩৫

মাগুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মাগুরা, ১০ মার্চ, ২০২৪ (বাসস): ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা এ মহড়ায় অংশ নেয়। মহড়া শেষে কালেক্টরেট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগে’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা ফায়ার সার্ভিস অফিসের উপ-পরিচালক মো. আলী সাজ্জাদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।