শিরোনাম
নড়াইল, ১১ মার্চ, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নড়াইলে শিক্ষার্থীদের মাঝে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নড়াইল জেলা প্রশাসন ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ২৪০ জন শিক্ষার্থীর মধ্যে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। হার পাওয়ার প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন।