শিরোনাম
ভোলা, ১১ মার্চ, ২০২৪(বাসস): জোলার লালমোহন উপজেলায় জাটকা শিকার থেকে বিরত থাকা ১ হাজার ৯'শ জেলে পরিবারের মধ্যে আজ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের হাতে এ সব চাল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমসহ সংস্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাটকা শিকার থেকে বিরত রাখতে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত জেলার ৮৯হাজার ৬০০ জেলে পরিবারকে মাসিক ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার।