বাসস
  ১২ মার্চ ২০২৪, ১১:১০

দিনাজপুর হাবিপ্রবিতে ছাত্রলীগ শাখা কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সমাবেশ

দিনাজপুর, ১২ মার্চ, ২০২৪ (বাসস): প্রায় একযুগ পর গতকাল  দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -হাবিপ্রবিতে   ছাত্রলীগের  শাখা কমিটি গঠনের লক্ষ্যে  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ  কর্মী সমাবেশ করেছে।
দিনাজপুর হাবিপ্রবির ছাত্রলীগ কর্মী সোহেলে রানা জানান,  গতকাল  সোমবার ি বকেল থেকে রাত সাড়ে ১০ টা পযন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসে  আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ছাত্রলীগের শাখা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন  কেন্দ্রীয় নেতারা।
ছাত্রনেত্রা জানায়, হাবিপ্রবির সম্ভাব্য  নতুন গঠিত ছাত্রলীগের শাখা  কমিটিতে পদ পেতে  জীবন বৃত্তান্ত অনেকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের হাতে জমা  দিয়েছেন। পরিবেশ পরিস্থিতিসহ বিভিন্ন কারণে হাবিপ্রবিতে দীর্ঘ ১৩ বছর কমিটি ছাড়াই সাংগঠনিক কার্যক্রম চালানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে।
কমিটিতে পদ পেতে হুইপ ইকবালুর রহিম এমপি এবং  নৌ পরিবহন  প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি' এ দুই নেতার  অনুগত প্যানেল ছাড়া অনেকে  স্ব¦তস্ত্র ভাবে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তারা ঢাকায় ফিরে কমিটির ঘোষণা দিতে পারেন বলে ধারনা করছেন প্রার্থীসহ সমর্থকেরা।
স্থানীয় ছাত্রলীগ নেতারা  জানায়, কমিটির গঠনের লক্ষ্যে গত ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে  কর্মীসভা অনুষ্ঠিত হয়েছিল। পদ পেতে জীবন বৃত্তান্তও জমা দিয়েছিল প্রার্থীরা। তবে নানান কারণ ওই সময়ে কমিটির ঘোষণা দিতে পারেননি কেন্দ্রীয় নেতারা। এবার কমিটি ঘোষিত হবে বলে আশা করছেন তারা।
কর্মীসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন,   ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সাঈদ কনক, সানোয়ার পারভেজ পুলক, আব্দুল আলীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুল্লাহ হীল বারী, সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেন, সাংগঠনিক সম্পাদক পিয়াস রহমান ,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাদিন আজকার পার্থ, উপ দপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীনসহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ ।