বাসস
  ১২ মার্চ ২০২৪, ১৩:১৮

মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মেহেরপুর, ১২ মার্চ, ২০২৪ (বাসস): জেলায় ১৭ মার্চ ২০২৪ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
আজ মঙ্গলবার ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের
সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মহিউদ্দিন আহমেদ,  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তানভির হাসান রুমান,  মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজীব হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা , মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী প্রমুখ।
কর্মসূচি গুলো- পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল জেলখানা- শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন ও মিষ্টি বিতরণ। সুবিধা জনক সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা ও দোয়া মাহফিল। এছাড়া বঙ্গবন্ধুর বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন, সড়ক এবং বিভিন্ন ভবনসমূহ সজ্জিত করন, পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তার দু'পাশে ব্যানার  ফেস্টুন দিয়ে সাজানো সহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন ।