শিরোনাম
রাঙ্গামাটি, ১২ মার্চ, ২০২৪ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি জেলার বিভিন্ন জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক উন্নয়ন প্রকল্পের অধীনে আজ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, ইলিপন চাকমা, নিউচিং মারমা ও দীপ্তিময় তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এসময় জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নয়টি সংগঠনের মধ্যে ১৩ লাখ টাকার সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়।