শিরোনাম
ভোলা, ১২ মার্চ, ২০২৪ (বাসস) : জেলার বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মত বিনিময় সভা আজ উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা ক্যাবের সভাপতি মোবাশ্বিরউল্লাহ চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, জেলা নিরাপদ খাদ্য বিষয়ক কর্মকর্তা সাগর মল্লিক, জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. সোলায়মান, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন, মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি শাহে আলম, ফল মালিক সমিতির সভাপতি মো. মিরাজ, মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোতাহার হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।