বাসস
  ১৪ মার্চ ২০২৪, ১৬:৫৯

নাটোরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানমালা

নাটোর, ১৪ মার্চ ২০২৪ (বাসস) : জেলার  বড়াইগ্রাম উপজেলায় আজ মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার এসআর পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউট প্রাঙ্গনে জেলা তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা  মো. সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা মো. মোমিনুল হক এবং বীর মুক্তিযোদ্ধা মো. আকবর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধ। এই চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে হবে।
এদিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধার গল্প বলা, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।