বাসস
  ১৪ মার্চ ২০২৪, ১৯:৫২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারি নিহত

বগুড়া, ১৪ মার্চ ২০২৪ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় আজ বগুড়া- রংপুর মহাসড়কে মোটরযানের চাপায়  দুই পথচারী  নিহত হয়েছেন। 
আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার চন্ডিহারা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়ার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে জাহেদুল ইসলাম (৬২) এবং একই এলাকার মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাসেম (৬৮)।
জেলার শেরপুরের কুন্দরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী জানান, শিবগঞ্জ উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে বৃহস্পতিবার বেলা দেড়টায় একটি অজ্ঞাত মোটরযান দুই পথচারিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার সময়ে এ  সড়কে কোন প্রত্যক্ষদর্শি না থাকায় কোন ধরনের যানবাহন তাদেরকে চাপা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 
তিনি জানান, কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।