বাসস
  ১৫ মার্চ ২০২৪, ০৯:৩৫

চাঁদপুরের শাহারাস্তিতে ৪ তরমুজ আড়তদারের জরিমানা

চাঁদপুর, ১৫ মার্চ, ২০২৪ (বাসস): জেলার শাহারাস্তি উপজেলায় মূল্য তালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা, পাকা রশিদ দেখাতে না পারা ও বিক্রয় রশিদের কার্বন কপি না থাকায় চারজন তরমুজ আড়তদারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার,  ধোঁয়াভাঙ্গা ও কালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।


নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত গতরাতে জানান, দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে ঠাকুরবাজার একটি তরমুজ আড়তকে ১০ হাজার টাকা, দোয়াভাঙ্গা মদিনা এন্টারপ্রাইজ ফলের আড়তে ৩০ হাজার টাকা, কালিয়াপাড়া ভোলা চরফ্যাশন বাণিজ্যিলয় তরমুজ আড়তকে ২০ হাজার টাকা এবং ভাই-ভাই ফল ভান্ডার তরমুজ আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে শাহারাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।