বাসস
  ১৫ মার্চ ২০২৪, ১০:৪৬
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১০:৫০

দিনাজপুরের বীরগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুর,  ১৫ মার্চ, ২০২৪ (বাসস): দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হাজি শমসেরের ইট ভাটা থেকে ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের মুল্যবান একটি কষ্টি পাথরের গনেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুর বীরগঞ্জ থানার ওসি মো. মজিবর রহমান গতকাল বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে  কষ্টি পাথরের  মূর্তি পাওয়ার সংবাদ পেয়ে পুলিশের একটি দল পাঠানো হয়। কিন্তু মূর্তির বদলে অন্য কিছু মূর্তি স্বদৃস্য বস্তু  দিয়ে থানা পুলিশকে বুঝানোর চেষ্টা করলে পুলিশের  সন্দেহ হয়। ফলে  বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত ইট ভাটায় তল্লাশি চালিয়ে  মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
তিনি বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৭ কেজির ওপরে। মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি। প্রত্নতাত্নিক বিভাগের কাছে মূর্তিটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।