শিরোনাম
নাটোর, ১৫ মার্চ, ২০২৪ (বাসস) : ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’-এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে পালন করা হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলা ও শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমুখ।
এরআগে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।