বাসস
  ১৫ মার্চ ২০২৪, ১৫:৩৬

শরীয়তপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শরীয়তপুর, ১৫ মার্চ, ২০২৪ (বাসস) : ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে শরীয়তপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ পালন করা হয়েছে।
দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাস (শিক্ষা ও আইসিটি) মোছাঃ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুদ্দিন গিয়াস।
শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু বকর সিদ্দিক, শরীয়তপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) সেগুপ্তা মেহনাজ, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সুজন কাজী এসময় উপস্থিত ছিলেন।