বাসস
  ১৫ মার্চ ২০২৪, ২১:৪৬
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ২২:০৮

অধ্যক্ষ সদ্বর্মশাসনরত্ন বোধিমিত্র মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

চট্টগ্রাম, ১৫ মার্চ, ২০২৪ (বাসস) : চট্টগ্রামের পটিয়াস্থ  বৌদ্ধ ভিক্ষু মহা সভার মহাসচিব, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি পাঁচুরিয়া গন্ধকুটি বিহারের অধ্যক্ষ সদ্বর্মশাসনরত্ন বোধিমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আজ শুক্রবার সম্পন্ন হয়েছে।
দুইদিন ব্যাপী এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম-১২ সংসদীয় আসনের এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রথমদিন সভাপতিত্ব করেন একুশে পদক প্রাপ্ত অগগমহা পন্ডিত ড,জ্ঞানশ্রী মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন উপ সংঘরাজ শাসনভন্ত ধর্মপ্রিয় মহাথের, উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ মহাসভার সহ সভাপতি প্রজ্ঞসারথী প্রজ্ঞানন্দ মহাথের, বক্তব্য রাখেন প্রফেসর ড.জ্ঞানরতœ মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব, বুশারদ বসুমিত্র মহাথেরো, জিনানন্দ মহাথেরো, লোকানন্দ মহাথেরো, শীলপ্রিয় মহাথেরো, অধ্যাপক জ্ঞানরতœ মহাথেরো প্রমুখ।
সমাপনী দিবসে আজ সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সহাসভার সভাপতি অধ্যাপক বনশ্রী মহাথের, উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্বপ্রিয় মহাথের, প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া, মূখ্য আলোচনা ছিলেন বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ সভাপতি প্রফেসর ড. উত্তম বড়ুয়া, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যুব লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, জ্ঞানানন্দ মহাথের, জীবনানন্দ মহাথের, আনন্দমিত্র মহাথের, অধ্যাপক শিশির বড়ুয়া, দিলীপ বড়ুয়া, সত্যানন্দ বড়ুয়া, লিটন বড়ুয়া, সুমিত্র বড়ুয়া, শ্যামল মিত্র বড়ুয়া, সিদ্ধার্থ শংকর বড়ুয়া জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বোধিপ্রিয় মিত্র মহাথেরর অবদান অবিস্মরনীয় হয়ে থাকবে। তিনি মহামতি বুদ্বের অমিয় বাণী সমাজের সর্বত্র ছড়িয়ে দিয়ে সবাইকে ধর্মীয় মূল্যৰ্বােধের ভিত্তিতে আলোকিত জীবন গঠনের প্রেরনা যুগিয়েছেন।
তিনি আদর্শিক ও নৈতিকতা সম্পন্ন আদর্শিক জীবন গঠনে বোধিপ্রিয় মিত্র মহাথের,র জীবনাদর্শ অনুসরণের আহবান জানান।