বাসস
  ১৬ মার্চ ২০২৪, ১৫:৫০

বঙ্গবন্ধুর জন্মবার্ষকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাংকন প্রতিযোগিতা

বগুড়া, ১৬ মার্চ, ২০২৪ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১২টায় স্কুল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রর্বত্তী ।
স্কুলের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আয়শো সিদ্দিকা, সহকারী শিক্ষক আবু তাহের ও আল আমিন প্রমুখ।
আগামীকাল রোববার বেলা ১২টায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় চিত্রাংকন প্রতিযোগতিার পুরস্কার দেয়া হবে।