বাসস
  ১৭ মার্চ ২০২৪, ১৬:৩৭

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

টাঙ্গাইল, ১৭ মার্চ, ২০২৪ (বাসস): জেলার মির্জাপুরে আজ বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় আটো রিকশায় থাকা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার চান্দুলিয়া এলাকার উজ্জল মিয়া ও কদিম দেওহাটা এলাকার সুশান্ত বাকালী। এদের মধ্যে উজ্জল মিয়া অটোরিকশা চালক ও সুশান্ত বাকালী অটোরিকশা যাত্রী।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ও স্থানীয়রা জানান, শনিবার রাতে উজ্জ¦ল মিয়া অটোরিকশা নিয়ে দেওহাটা থেকে গোড়াইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মিল গেইট এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির বালুভর্তি একটি ট্রাক চলন্ত অটোরিকশাটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে থেকে কর্মরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
এসআই আনিসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হচ্ছে।