বাসস
  ১৮ মার্চ ২০২৪, ১৭:০৯

কুমিল্লায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

কুমিল্লা (দক্ষিণ), ১৮ মার্চ, ২০২৪ (বাসস): জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সাড়াশি অভিযান চালিয়েছে। 
আজ দুপুর দেড়টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিন বিরোধী অভিযান চালানো হয়। এসময় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এবং মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে সাতটি ড্রেজার উপকরণ নষ্ট করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স. ম. আজহারুল ইসলাম বাসসকে বলেন, আজ ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট সাতটি ড্রেজার উপকরণ বিনষ্ট করা হয়েছে। ড্রেজারগুলোর ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে, এদেরকে বালু বহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে। 
তিনি বলেন- ড্রেজারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।