বাসস
  ১৮ মার্চ ২০২৪, ২৩:২৯
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২৩:৩২

শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম 

দিনাজপুর, ১৮ মার্চ, ২০২৪ (বাসস): জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন।
আজ সোমবার বিকেলে দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের নব নির্মিত ওপিডি কাম স্টোর বিল্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। 
ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিয়েছেন। কমিউনিটি ক্লিনিক থেকে ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। 
তিনি বলেন, করোনা মোকাবেলায় যখন বিশ্বের অনেক উন্নত দেশ করোনার ভ্যাকসিন হাতে পায়নি, ঠিক তখন বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। 
স্বাস্থ্য সেবা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ১১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নির্মিত যুগোপযোগী অত্যাধুনিক অপারেশন ভবন উদ্বোধন করেন হুইপ। 
অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ পারভেজ সোহেল রানা, সিভিল সার্জন ডাঃ সৈয়দ বোরহান উল ইসলাম সিদ্দিকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, স্বাচিপ জেলা শাখার সভাপতি ডাঃ মোমেনুল হক প্রমুখ বক্তব্য রাখেন।