বাসস
  ১৯ মার্চ ২০২৪, ২০:৪৮

বগুড়ায় করতোয়া নদী পুনঃখনন, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

বগুড়া, ১৯ মার্চ ২০২৪ (বাসস): জেলা সদরে আজ জেলা প্রশাসকের কার্যালয় ও তৎসংলগ্ন করতোয়া নদীর ৭৩০ মিটার পুনঃখনন,ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। 
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর উদ্যোগে ‘জেলা প্রশাসকের কার্যালয় ও তৎসংলগ্ন করতোয়া নদীর পুনঃখনন, করতোয়া নদীর ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম।
জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর প্রকল্প পরিচালক মো. নাজমুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নীলুফা ইয়াসমিন, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন প্রমুখ।